দাদুর লাঠি লুকিয়ে যেই
খুঁজছে সারা বাড়ি
মা বুঝে যায় দুষ্টুমিতে
এই তো আমার আড়ি।
বাবার যত হিসেব খাতা
আঁকিবুঁকি করি
নাকের নিচে বিড়াল গোঁফে
আমি কাঁধে চড়ি।
দেওয়ালগুলো আঁচড় রঙে
আমার ছেলেবেলা
আটার কৌটো ভাতের থালা
করে ম্যাজিক খেলা।
খিলখিলিয়ে ভাঙা খেলনা
লুকায় খাটের তলা
বাড়ি মাথায় করে মা যে
শেখায় আমার চলা।