আকাশ মাটি জল বাতাসে
এ পৃথিবী দেখা
আমার বাবার সংসারী চোখ
চিনতে শেখায় একা।
হাত ধরে পথ অচিনপুরে
বাবা নিয়ে চলে
কষ্ট ব্যথায় মুখের হাসি
হৃদয় কথা বলে।
কাজের জন্য আমার বাবা
নিখুঁত ভরসা মাঝে
এগিয়ে তাই চলতে পারি
আমি সকাল সাঁঝে।
আদর্শ আর অধিকারে
আমার বাবার সাথে
সংসার মুখী বিষয় চিন্তা
থাকছে ভাবনা তাতে।
আমার বাবা সবার সেরা
দেখায় স্বপ্ন আশা
আমি যে তাই জয় করেছি
হৃদয় ভালোবাসা।