চলার পথে একটি মিষ্টি মধু মুখ
থমকে দাঁড়ায় একা ভরে ওঠে বুক,
হাজার গোলাপ ফোটে অধরে হাসিতে
অনাবিল কত সুর বাজে এ বাঁশিতে;
পাগলামি খুনসুটি আবদার আশা
একা পথে যেতে যেতে ফুল পাখি বাসা।
প্রজাপতি মধু গান ধুলিমাখা প্রাণ
রাত দিন পাই শুধু ভালোবাসা ঘ্রাণ।
যা পেয়েছি এত রোদ সব যেন পাশে
অনন্তের অভিসার রাঙানো অভ্যাসে,
দিগন্তের রঙ ঢালা পথ হারাবার
চলো বসি, থাক পড়ে জগৎ সংসার।
সিনি যেন বসন্তের এক বৌরি পাখি
যুগের এ মানচিত্রে শুধু বুকে রাখি।