আমাদের খুকুমণি কত ভালো শোনো
শুধু শুধু নাই তার আবদার কোনো,
সারাদিন খুশি মনে খেলে কত খেলা
কুঁড়ে ঘরে তাই বসে রোজ হাসি মেলা।
কোলে বসে বকবক কত কথা বলে
এ ঘর ও ঘরে তার যাতায়াত চলে,
বাবা মাকে কাছে পেলে কত কিছু করে
লাফায় ও ঝাঁপায় সে গায় উঠে চড়ে।
খেতে হলে মুখ টিপে থাকে আর হাসে
গাছ ফুল পাখি দেখে খেতে ভালোবাসে,
সকলের সাথে তার শুধু মজা করা
বাড়ি ঘর সব তাই খুশি দিয়ে গড়া।
আমাদের খুকুমণি খেলনাটি পেলে
সবাইকে দেখিয়ে সে খুশি ডানা মেলে,
আঁকিবুঁকি কত কিছু দেয়ালেতে আঁকে
বিছানাতে ঘুমালে সে চুপচাপ থাকে।
আরো কত রঙ্গ আছে মনে রাখি না যে
পারো যদি দেখে যাও সময়ের মাঝে,
সবচেয়ে ভালো লাগে তার মিঠি হাসি
বেঁচে থাকা আমি তাই বড়ো ভালোবাসি।