চারিদিকে নদী নালা ভরা ধান ক্ষেতে
গাছপালা কত ছায়া পাবে পথে যেতে।
সরু আল ঘাসে ঢাকা বেঁকে গেছে দূরে
সবুজের সমারোহ যায় চোখ জুড়ে।

আকাশেতে বলাকারা উড়ে যায় কত
মাঠে মাঠে সোনা ধান ফলে খুশি মত,
নদী বুকে বয়ে চলে মিঠা জল ধারা
মাঝি পারাপার করে যায় আসে কারা?

মানুষের বসবাস সুখ দুঃখ সাথে
ধান ক্ষেত নদী তীর উৎসবে মাতে,
নানা ফুল ফুটে থাকে লাগে ভালো বেশ
যেন পটে আঁকা ছবি আমাদের দেশ।