ঘাসে ঢাকা আলপথ তাল গাছ সারি
ধান খেত পার করে আমাদের বাড়ি।
বাঁশ বন কলা পাতা সবুজের পাশে
ছাগল ও গরু চরে কত পাখি আসে।
ছোটো ঝিল ঝাঁঝি ঘেরা মাছ খেলা করে
ঘাস ফুল প্রজাপতি রোদ এসে পড়ে।
মানুষেরা কাজে যায় বাড়ি থেকে দূরে
বায়ূ বয় পাতা নড়ে পাখি ডাকে সুরে।
শহরের কোলাহল ঠাট বাট ছাড়ি
কিছু দিন চলে এসো আমাদের বাড়ি।