খুব দূরে নয় আশেপাশে কে দাঁড়িয়ে আছে
ঠিকানা তার লেখা ছিল প্রাণের আরো কাছে,
কে যেন কে বলছে আবার চেয়ে নে তোর ভালো
দরজা খুলে দাঁড়ায় এসে তোরই ভেতর আলো।
চিনতে পারা দৃষ্টি মোহ যুগ পেরিয়ে আসে
ভুল করে নি তাই তো ভ্রমর ফুলকে ভালোবাসে,
আঁধার গুহা সংস্কারী চোখ হাত ধরে তার হাতে
ঠিক খুঁজে নেয় আলোর দিশা ব্যবহারের সাথে।
সূর্য দিনের পথিক যারা থাকে আলোর স্রোতে
নিজের বাইরে নিজে দাঁড়ায় নিজের ক্ষুদ্র হতে,
কেউ না থাকুক নিজে আছো ঠিকানা তাই আলো
দিন ছড়ানো দৃষ্টি শুভ হয় যে সবার ভালো।
আঁধার রাতে চলেছে পথ সূর্য ভোরের দিকে
যে চলে সে আলোর দিশা আর থাকে না ফিকে,
প্রাণের হাওয়া পাশে বসা জীবন যাওয়া আসা
প্রদীপ জ্বালায় মুখ আলো মুখ ছড়ায় ভালোবাসা।
নিজের অহম নিজের কাছে নতজানু হলে
নিজের সঙ্গে নিজের দেখা মোক্ষ কথা বলে,
এপার ওপার দুই পারেতে চলছে জীবন চলা
আলোর দিশা যায় দেখা যায় হৃদয় কথা বলা।