আকাশ নীলে মেঘ বালিকা
দাঁড়ায় যখন এসে
ঝিরিঝিরি টাপুর টুপুর
দিগন্তে ঐ মেশে।
বড় হওয়া শিখছি সবে
সারা শরীর জুড়ে
ঝমঝমাঝম মেঘ রাণী সে
গাইল একলা সুরে।
ফুসমন্তরের জমা জলে
গা বেয়ে জল ফোঁটা
মেঘ বালিকার মুখোমুখি
যৌবন জেগে ওঠা।
ছাদ বিকেলের লুকোচুরি
ভিজে মনের বৃষ্টি
হায় গো আমার মেঘ বালিকা
এ কি অনাসৃষ্টি!