কালকে আমি থাকব না আর
থাকবে আমার লেখা
কেউ না কেউ তো পড়তে পারে
হতে পারে দেখা।
কে আমি আর কেমন আমি
ভাবনা উঁচু নীচু
বাংলা ভাষা যদি পড়ে
সেটাই অনেক কিছু।
কি লেখা আর কেমন লেখা
লাগবে কোন্ সে কাজে?
আর ভাবি না লিখছি তবু
হয়তো আজেবাজে।
মুছে যাবে নাম ঠিকানা
থাকব না আর আমি
সবার জন্য লেখাটি থাক
না হোক তত দামী।
ছড়ায় বিষাদ ছড়ায় আলো
মান অভিমান বুকে
সে সব আমি লিখে রাখি
বাংলা ভাষার সুখে।