আজি এ বসন্তে কোকিলের কুহু
লাল পলাশের ফুলে
রাঙা মাটি পথ শিমুলের তলে
যাই নি তোমাকে ভুলে।
আজি এ বসন্তে মলয় উদাস
হৃদয়ের যত সুরে
কাঞ্চন ফুলের মালা গাঁথা আছে
আর তো থেকো না দূরে।
আজি এ বসন্তে প্রজাপতি মন
গুনগুন গেয়ে ওঠে
তুমি এসো প্রিয় গোলাপের বাগে
রঙ ফুল আছে ফুটে।
আজি এ বসন্তে আবির রঙের
প্রেমেতে লাগল নেশা
তোমার আসার পথ চেয়ে থাকা
যেন মোহনায় মেশা।
আজি এ বসন্তে কিশলয় ভোরে
বুকে জাগে কত আশা
আমের মুকুল মহুয়ার ফুল
দেয় শুধু ভালোবাসা।