আজ পঁচিশে ডিসেম্বরে
কেক ও পেস্ট্রী খাব
প্রভু যিশুর জন্মদিনে
প্রার্থনাতে যাব।
শীতের বেলা গীর্জা জুড়ে
জ্বালব মোমের বাতি
শান্তিকামী মানুষ জন্মে
হব যিশু সাথি।
আমরা সবাই বিশ্ব ভাবনা
আনন্দ উৎসবে
শিখব আকাশ উদার হৃদয়
এক পৃথিবী হবে।
মনের ভেতর চড়ুইভাতি
নাচবে সবার সাথে
আজ পঁচিশে ডিসেম্বরে
রাখব হাতে হাতে।
প্রভু যিশুর মহৎ ক্ষমা
কেক ও পেস্ট্রীর আশা
সান্টা ক্লজ সবার মনে
ছড়াক ভালোবাসা।