মানবতা আজ বিপন্ন
মানুষের নেই দাম
উন্নতির পথ এই সভ্যতা
ইট পাথর তার নাম।
সাজানো পথ ঝলমল আলো
চলছে দ্রুত যান
অট্টালিকার পাঁজর তবু
দেয় নি তাদের মান।
যুদ্ধ ধ্বংস বারুদ বোমা
ক্ষমতা সব পায়
অত্যাচারের চরম নেশা
প্রভু হতে চায়।
ইচ্ছে মানুষ মারছে মানুষ
দানব দত্যি হয়
মারামারি হিংস্র বৃত্তি
দখল করে রয়।
ওহে মানুষ মেটাও যত
ক্ষমা সুন্দর আশ
সাহায্য আর পরস্পরকে
আবার ভালোবাস।