খাওয়ার সময় ইলিশ ইলিশ
শুধু করিস কেন
ভাবছিস নাকি আনছি না মাছ
ইচ্ছে করে যেন।
আলু ভাতে জোটাতে ঘাম
সারা গায়ে ঝরে
এত দামের ইলিশ মাছকে
কিনব কেমন করে।
আজ তো খাচ্ছিস, কাল খাব কি?
ভাবতে কষ্ট লাগে
আয় উপায়ে মানুষের ভিড়
কাজের আগে ভাগে।
সবার ইচ্ছে ভালো খাব
থাকব সবাই ভালো
ক্রয় বিক্রয়ের সমতা নাই
সমাজ জুড়ে কালো।
ইলিশ খাব কোর্মা পোলাও
পড়বে সবার পাতে
সেই আশাতে আজ খেয়ে নে
কাল খাব এক সাথে।