আজ এ প্রভাতে ডাকছে পাখি
নব রবি কিরণে
শিশির সবুজ সাত রঙ ভরা
মৌমাছি ফুল মিলনে।

নতুন দিনের হোক শুরু আজ
নতুন আলো আকাশে
নতুন ভাবনার মিষ্টি এ সুর
দুলছে দেখো বাতাসে।

নতুন উদ্যম দেয় বুকে বল
আঁধার সরায় আলোতে
একই পথের বাঁক যত থাক
পজেটিভ হোক ভালোতে।

যায় এগিয়ে সূর্য দিনের
শান্তি ও সুখ আশাতে
আরো সুন্দর মুখ হাসি মুখ
আজ হোক ভালোবাসাতে।