মনে হলো করে ফেলো
যা ইচ্ছে তাই
বিবেকের তাড়নায়
ভালো যেন পাই।

ভালো মানে পজেটিভ
সকলের কাছে
শুভ হোক ভাবনাতে
তোমার যা আছে।

মন মানে অধিকারে
মিলেমিশে থাকা
অপরের কথাটুকু
ঠিক মনে রাখা।

আমাদের কাজে যেন,
সে ও তুমি, দেখি
সুন্দর তবে হবে,
হবে না তো মেকি।

মনে হলো করে ফেলো
বিবেকের মতে
পৃথিবীটা আমাদের
আগামীর পথে।