আর দেখি না গুরুজনকে ভক্তি
নাই কি তবে আশীর্বাদের শক্তি?
সম্মানীয় নয় কেন আজ মানী
পাচ্ছে না তো কদর কোনো জ্ঞানী?
পরস্পরের থাকছে না তো সাথে
একাকীত্ব রাখছে না হাত হাতে,
ক্ষমতা সব যাচ্ছে পণ্ডিত হয়ে
মর্যাদা তার দিচ্ছে সবাই ভয়ে।
পড়াশুনা খুঁজছে নম্বর যত
ডিগ্রিগুলো আসছে ইচ্ছে মত,
ভোগ করা সুখ চাইছে পলক ফেলে
নিজের স্বাধীন নিজে দিচ্ছে মেলে।
মানছে না আর উপদেশের কথা
চাইছে না কেউ বুঝতে অন্যের ব্যথা,
এ পৃথিবী শুধুই আমার ভেবে
দেবে না সে নেবে শুধু নেবে।
কোথাও যেন মরছে তরুণ মনে
ভালো কথা ভাবছে ভাবনা ক্ষণে,
আছে সবই মনুষ্যত্বের মায়া
বসবাসের যোগ্য জীবন ছায়া।