বড় একা লাগে যদি তোর পাশে
না বসে বেড়াই ঘুরে
দিন রাত শুধু নিজের যাপনে
তোর থেকে যাই দূরে।
ফুল পাখি গান আকাশের আলো
মাটির বুকেতে থেকে
পেয়েছি কি যেন পাই নি অনেক
যাবো না কিছুই রেখে।
পাশে থাকি যার মন হারা মনে
অবহেলা এসে পড়ে
সুখ পরিহার মোহন বাঁশিতে
বেঁচে থাকা খুঁজে মরে।
কতদিন গেলো এ দ্বীপান্তরে
একা থাকা করে গল্প
মানুষের পাশে মানুষ দাঁড়ায়
হৃদয় খুশিতে অল্প।
বুকের ভেতরে ভালোবাসা আমি
সহায় খুঁজছে একা
সকলের মাঝে সকলে দাঁড়িয়ে
আবার নিজেকে দেখা।