১)

সাইকেলের হাতলে বেজে চলেছে কৈশোর
ধ্বনি যা ভেসে যায় নদী হয়ে
ভাঙা রোদ
লুকিয়ে

বিকেল

আমার কাছে একটা খাম পরে আছে
কিন্তু চিঠি
শব্দের জন্য এখনো অপেক্ষা করি

                               জমিয়ে রাখি ভাবনাদের

২)

রৌদ্রের মতন গড়িয়ে যাচ্ছি
দাঁতন! তেঁতো আকুলি বিকুলি, মুখ

ঘামে জজর, থেকে থকে কথা বার হয়
মুক্ত হয় নজর


ভেসে থাকলে, চড় থাপ্পড় বেবাক ভুলে থাকি, দমে থাকি
অনাহুতের গন্ধ থেকে দূরে; কর্পূর। ভোজবাজী

"অভি মুঝে থোড়া রোনে দো"

৩)

ঠোঁট দুটো জমা রাখে নীরবতা
এবং জমিয়ে জমিয়ে একটা গোটা নিস্তব্ধতা
উপহার দেয়।

শূন্য দৃষ্টি
বিভ্রান্ত কিছু সময়ের জন্ম দেয়; দূরত্ব
দূর থেকে দূরতর দ্বীপ।