#১)
একটা সেপ্টেম্বর খুলে বাইরে আসছে, দুধেল নারী
ঘোমটা বিচ্ছিন্ন হাওয়ায় দুলতে
দুলতে
পথের ধারে জমা করেছে আশ্চর্য
সব ক্ষেতখামার; কচুগাছ
#২)
চামচে চামচে উঠে আসছে
খিদে; পেট
ভরুক না ভরুক এক হাতা ডাল আরও দেবেন
অন্নপূর্ণা।
ভক্ষণ করে ফেলছে অন্নপূর্ণার পেটিকোট
ডাল খুব খুব ঠাণ্ডা।
#৩)
এক দলা খাজা কবিতা উঠে এলো, বমি; বমি;
উদগিরণ।
সহযাত্রী এগিয়ে দিলেন সুশীতল জল
চালক: বদহজম
শব্দের যে এতো দুর্গন্ধ আছে তা সবাই জানত
কবি জানতেন না। তিনিও জানলেন।