যত্ন করে বসিয়ে দিয়েছি বারান্দা - রোদ্দুর যা আপেলের মতন নিষিদ্ধ নয় অথচ আনচান বুক নিয়ে উকি দিয়ে যায় এক টুকরো ভিজে আঁধার
গন্ধ, অন্ধকারের গন্ধ; রং সুধু বিভ্রান্তি ছড়ায়। আয়নায় দাঁড়ালে ভেঙে পরে দেহতত্ত্ব। আঙুল গুলো ছটফট করছে
রোদ্দুর কামড়ে উঠিয়ে আনি এক ঝাঁক বাদুড়। উদোম হচ্ছে বাতাস ...
খোলা জানালার উরু দিয়ে বেয়ে নামে সস্তা সেন্টের সংসার।
আঙুল জড়িয়ে থাকে।
আলোতে সব ধুলো সোনালি হয় আর ঘুম রুপালি হয়ে নেমে আসে
চোখ আজও জেগে থাকবে
চেটে নেবে
রতিক্রিয়ার পরিচিত কৌশল।