#1
দূরত্ব ... দূরত্ব গলছে
মুহূর্ত
যেমন ভাবে যাপিত হয়; মন
কোল পেতে বসে ঘাস
যত সব মৃত অভিমানেরা
এই সময়টা এমনি
দূর থেকে দেখে মনে হয়; উথাল-পাথালের শেষ নেই
বাসের পাঁচ নম্বর জানালা
যার ঘড়িতে তখন তিনটে-পাঁচ
তার সাথে প্রেম হতে হতেও; হোল না
#2
ভাবনাগুলো রাস্তার জ্যামে আটকে গেলে, এগিয়ে রাখি চোখ ও সন্দেহপ্রবনতা। পকেটে ছোপ লাগা রুমাল, ঘাম ও জর কে মুছে, এগিয়ে দেয় জানালার দিকে।
বিকেল ছাড়িয়ে এক্সপ্রেসওয়ে
ঘোড়দৌড় মাঠ থেকে সোজা
ফুরিয়ে যাওয়ার আগে
তরকার গন্ধে জেগে ওঠে
ওত পাতা খুরের শব্দ
#3
পথ খুজছে ফিরে যাওয়ার ধুলবালি, "এবার আসি"
জমে আছে। হু হু - বয়ে যাওয়ার শূন্যতা
গন্ধে অনেকটা পিছলে যাওয়া হাহুতাশ, ফিসফাস
পাথরের খাঁজে খাঁজে জমানো পয়সা ভাঙিয়ে কিনে আনি
সেই মেয়েটির চিঠি; যার চক্রাবাক নাভিতে ডুব দিয়ে খুব কাছ থেকে বৃষ্টি অথাবা বানভাসি