১) অন্ধ হওয়ার আগে কবি
স্মৃতিতে ক্লান্ত দুপুরের মাছিদের কাছে
কিছু শব্দ ভিক্ষা করতে করতে কবি,
হাই ...
নামিয়ে রাখলেন কলম। গলাপিচে আঙ্গুল ডুবিয়ে
লিখে ফেললেন টলটলে নদী
সেখানে নারীরা স্নান করে। তিনি গুনে গুনে
ফুটিয়ে তুললেন কানের ঝুমকো
ডুব দিয়ে প্রেয়সীর চোখে; সমুদ্রযাত্রা
এবং
কবি অন্ধ হলেন।
২) শহরতলীর ভিড়ে কবিতা পাঠ
ফু উ উ উ এবং
বিছানো রুমাল
কালশিটে পরা বেঞ্চে; বাদাম বহন করে
পিঁপড়ে নাহ
ওটা কাল রাতের আমি
আঙুলের টোকায় উড়িয়ে দাও, ফ্ল্যাশব্যাকে
ফিরতে ফিরেতে মনে করো
শরীরের ঘাম
এখন শহরতলীর ভিড়ে
একলা ঈশ্বর ভিক্ষে মাঙ্গে
আমি তার পাশে দাড়িয়ে
একটা কবিতা পাঠ করি