৭।
কবুতরি ভাবনায় সামিল বেখাপ্পা রাত্তির
বিষ আপেলের স্বাদ জানি আমি; যেমন জানতেন ঈশ্বর
হেটে পথ দু'চার পা/কদম
ছুঁয়ে দিলেই পেরিয়ে যায়
চোখে বন্ধ, খুলে যায় আকাশ
ভেদ করে যায় কাঙ্ক্ষিত মেরুপ্রভা। দাড়িয়ে
জোর লাগাকে হেই-সা ...
গল্পান্তরের জন্য প্রোবাবেলেটি ফ্যাক্টর
ইকুয়েসেনে মৃত্যু নামক প্রশান্তি
আমি রেখে গেলাম আমার জন্মান্তরের উপলক্ষ
বীজ
৮।
বালিকা মেঘ হয়ে উড়ে গেলে।
আমি বসে থাকি। একা। ব্যালকানিতে
নেমে আসে রূপকথার ছন্নছাড়া প্রতিধ্বনি
শুঁয়োপোকা
পুরানো গান গাইতে গাইতে চলে যায়, বিজন খ্যাপা।
৯।
চোখ বুঝে থাকলে; কালো পোকা
ভুলো মন ভেবে খুবলে খায় শব্দ। দূরে যাও
হে পাখি
আগুনের জ্বালাই
বারুদের গন্ধে
যে দৃশ্যান্তর
তার ভাবনায় মরণ
ধোঁয়া ওড়াও