৪।

তবু কিছু খোয়া গেলে
চোখ বুঝে থাকে।                       আনচান
বুক।
নাছোড় চিবুক।
টোল খেলে যায়। দূরে। এখন; বিষণ্ণতায়
মুগ্ধ বালক
হাত ছুঁয়ে দিতে চায়

চানঘরের দিদিমণি জমিয়ে রাখে পুরানো প্রেমপত্র  

৫।

ভালোবাসায় সামিল কিছু ঘৃণা
তোমার স্তনের উপরে নখরদাগ; জল-সাবানে
জ্বলে ওঠে চোখের জল।
কি ধুয়ে ফেলছ?
পাপ / শরীরের ক্লান্তিতে
লুকিয়ে রাখা ঘরবাড়ি।


৬।

এই গুটিসুটি শীতে
পলকের উপর জমা করি
কুয়াশা;                    উত্তাপভোগ্যা
দস্তানামুখি হাত
ছুঁয়ে দেয়
বোরলিন;                 ঠোট
যদি
পরদাভেদী মন
এককালীন তোমাকে পায়।