১। রোজনামচার পোট্রেট
ছোঁয়া গুলো যেনে বরফকুচি
বন্ধ ঘর। অনেক গুলো ইন্ডিভিজুয়াল
শহর। এবং শহরতান্তিক মন্তাজের ভিড়
হ্যাঙ্গারে ঝুলন্ত রোজনামচার পোট্রেট
ঘিরে থাকা কিছু মুখোশ
সন্ধ্যে পুড়ে যেতে যেতে
ফাস্টফুড। স্টাটারে তন্দুরি
রাত এর জন্য
এলোচুল। ঠোটে গোলমরিচের গন্ধ।
২। গল্পটার এমনি হোক শুরুয়াত
আমি ভাবি, আমাদের এই হাত ধরাধরি একদিন গল্প হবে। পাড়ায় পাড়ায়, অলি গলি পেরিয়ে, শীতের রোদ্দুর উপভোগ করতে করেত সন্ধ্যের চা এর সাথে আপোষ করবে। ঝরে পরা রোদের ঘুমপাড়ানি গান; ভিজে মাটির গন্ধ এখন জমাট অন্ধকার ভেদ করে আমাদের আরও একান্ত করে তোলে। চুলের গন্ধে যে প্রেম এখন নৈসর্গিক, তার প্রতি মুহূর্ত, শব্দে অলংকৃত হয়ে উচ্চারিত হবে মুখে মুখে।
"আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়"
ভাবি, গল্পটার এমনি হোক শুরুয়াত।