১। বিউটি পার্লার

ঘুমিয়ে নেই স্নায়ু, শরীরজুড়ে হাহাকার
একান্তে অন্ধকার লুকিয়ে
                                 যে নারী
দু-কুচি শসা ভেজা চোখে কাজল আঁকে
মুখ জুড়ে চারুশিল্পর ছোঁয়া রাখে।
হাতের কাজ ভালো বলে যার সুনাম।
এই ভরা কাজের দুপুরে
এলোচুলে বিস্তারে ফেনা ফেনা মুগ্ধতা
চোখেসওয়া।


এখন পথ দেখে; দুই বার ঘণ্টি বাজিয়ে
একটা সাইকেল চক্কর দেয়।

২। রূপসী

ঘষামাজাহীন সেই সব দিনকাল
নিজেকে পালটে ফেলি বলেই কি তোমার এত রাগ
                  গুসসা ...।
শব্দে হিসহিসে পার্থক্য। পাঠকসচেতন কলম আর
ব্যথা ভোলানো অব্যর্থ ঔষধ--- বিষহরী তেল।
কাজলে চোখ ঢেকে রূপসী, চোখ খুঁজি, চোখে
নজর উপড়ে নিজে নিজেই গজিয়ে ওঠে বহুতল, জমা পিঁচুটি
পুটলি-- রাজপথে ধোঁয়া মেখে সুন্দরী আরও রূপসী হও
কাজলে চোখ। রূপসী এক বিন্দু সময় মেট্রোসচেতন
হাতঘড়িতে লেন বাই লেন
মাপজোক। কাজলে
চোখ
রূপসী ...