মাছ চাষ আমাদের কবিতার বিষয় ভাবনা নয়। তবু, দোআঁশলা বৃষ্টির ভিতরে গুমরনো আচ-উপলব্ধি মীন শিকারি হিসাবে আমার নাম নদী উপত্যকায় খ্যাতনামা করেছে।
তুমি কি জানো আমি নিজের ছায়া কে আজ কাল ভয় পাই
গুটিয়ে গুটিয়ে দেওয়ালকে আজ কাল পিঠে বয়ে নিয়ে চলি। একটা তোরঙও আছে, কিছু অকৃতকার্য রেত তাতে সকাল বিকেল বই নিয়ে বসে।
"পাখি সব করে রব ..."
এখানেই দাড়িয়ে যাই।
অহেতুক ভালো-লেগে যাওয়া দমকা হাওয়াতে নোনা গন্ধ পাই। বুঝতে পারি নদী উপত্যকা ছাড়িয়ে সমুদ্রে যায় আর তাতে কিছু তিমিশিকারি বৃষ্টির রাতে বর্ষাতি চাপিয়ে বর্শা হাতে শিকার করে।