১)
প্যাটার্নজাত শব্দের           পর
                              শব্দ
আঙুল ডুবে যায়।
বাষ্প।                  ফুটন্ত ঘামে কিছু গড়িয়ে পরা
                                             ফুটনোট
একটা  হে  টে  চ  লে বেড়ানো

উলঙ্গ কবিতা।

২)
গুড়োগুড়ো।
গু ... ড়ো গু... ড়ো
হাওয়াতে ভেসে এঁটো হাতের গন্ধ।        রং
নিয়মিত সংখ্যার
                 পর সংখ্যা বদলে
ভিতরে ভিতরে উথলে ওঠে নদী
আয়না থমকে প্রতিবিম্বে।        অথবা প্রতি বিম্বে বিম্বে
হাফটার্ন;
বুকজুড়ে লেবুলজেন্স।  

৩)
ভাঙ্গা সাইকেল নামে/নামক এক বেদনা
অভিযান নাম দিয়ে শেষ। সেই              মর্মে
মফঃস্বলের ৫/৬ কিলোমিটার ...             দূর
যেটুকু ক্ষয়ে যাওয়া রাত ...        ধাতু বিক্রিয়া
বুকের অতি কাছে আঙুল
চাঁদ ভিজে এলে
                       বস্তুত নদী প্রবাহে ভেসে ওঠে
কলকল

8)
ফোঁটা ফোঁটা জলের উপর দিয়ে
কাজকর্মহীন সোমবার; ফাঁকা মাঠের ধারে
মেঘ মুছে দিতে
বড়শীতে গেঁথে কিছু উদ্বেগ

সব শূন্য যেমন ভানুমতী হয়
যেমন নতজানু সিঁড়ি নিতে আলো নিয়ে দাড়িয়ে
একটা ফাঁকা স্টেশন
জ্বরচাদর সরিয়ে যে হাত ছুঁয়ে দেয় লালপোশাক
                               মাটি জুড়ে হেঁচকি দাগ
পাবার দিনে
লাবণ্যময়ী তোমার চেনা শহরের পরদা সরিয়ে দেখি
ঝড় উঠছে
তুমিও এক অন্য নারী;               না পরনারী