১) মৎস্যচক্ষু
মৎস্যচক্ষু। চঞ্চল
অর্জুনের ভেদ লক্ষ
হৃদয়, মৃত শরীরের কাছে
উৎসাহিত জয়ধ্বনি।
পরবর্তী গল্পেরা না জানলেও
মৃত মৎস্যচক্ষু জানে
ভু-ভারতে তার কথা কেউ জানে না
২) জরিতা
সবাই জেনেগেলো, আগুন সর্বগ্রাসী
খাণ্ডব ছাই হলে,তৃপ্ত ঢেঁকুর উঠবে
পিতা শুধু পুত্রপ্রাণ ভিক্ষা চায়
স্বামীর অপেক্ষায় ডানা ঝাপটায় শার্ঙ্গিকা
ছাই হলে বাকি দের সাথে আর কোন পার্থক্য থাকে না, দ্বৈপায়ন
স্বর্গসুখ ভোগ কর হে মন্দপাল
ছাই আজো স্বামীসন্তানের সুখ চায়
৩) বর্গা
পাপ খন্ডাতে আজও পুরুষাকায় লাগে; বর্গা
কুরূপ। ভীত হয়েও না
জলাধার অন্তত তোমাদের গিলে খাবে না
নৃত্যগীতে সবাই প্রসন্ন হয়
মঞ্চ থেকে খামারবাড়ি
সম্মান চাইলে
টুইটারে ভেসে উঠতে পারে
... "বেবুস্যে মাগী"।