১) অপরিচিতার ঘর

কোন অপরিচিতার ঘরে থমকে দাড়াই
বিভিন্ন লোক এ ঘরে এসে গেছে -অনেকে
যেহেতু যৌনতার গন্ধ মস্তিষ্কে থাকে
তার বুদবুদ সংখ্যাময় হয়। দেওয়ালের
খসাপলেস্তারা পরিচিত এক জনের আভাস ছিল

২) অন্ধ

এক অন্ধের সাথে
পরিচয় হয়ে ছিল এক কালে -তার সংগ্রহে
থাকা রঙ পেনসিলের বাক্স আমাকে দেখিয়েছিল
ঈশ্বরের মুখের হাসি কেড়ে একাটা শেল্ফ পোট্রেট আঁকবে

৩) জলফড়িং

আমাদের কিছু গচ্ছিত ঈর্ষা ও অনাগত ভয় আছে
আমারা পুকুরে নামি, মাছ ধরাধরি খেলি
ছুঁয়ে দেখি ঈষৎ স্তনভারে ঝুঁকে পরা জলফড়িং


৪) ঝগড়া ও সাঁতার

ঝগড়া ও সাঁতার কাটতে ভালোলাগা। সর্বজনবিদিত।
মাঝে মধ্যে বাড়তে থাকা ঘুরি-ময় আকাশ
সাইকেল চড়ে বেরিয়ে পরে অন্য ও অন্য উদ্দেশ্য

৫)

বেশ ওই টুকুই; শব্দের সাথে দৃশ্যান্তর এর পট, মেতে ওঠে পরিবর্তনের খেলায়। নিছক অবসাদ শব্দে সব টুকু বোঝানও যায় না, তাই; মেঠো পথে নেমে আসে সন্ধ্যার গান। মৌনী সুরের নিঃশ্বাসে মিলিত হয় ফুঁ ... । এই তন্দ্রাহীন চাউনি তে সুদীর্ঘ রাত পরে আছে, মুঠো মুঠো হিম প্রতিদিন জল হয়ে জমে বুকের ওপর। কত দিন গভীর জলে ডুব দিয়ে আঙুল ছুঁয়ে দেখে আঙুল। মিলন অথবা হারিয়ে যাওয়ার খোঁজে নেমে যাছে খাড়িপথ