জড়ুলে বিড়িছ্যকারদাগ
চুমুগুলো ভুলে গেছে, এ পথ। মাড়ানো।

দামড়া

অথচ

ঘুমিয়ে পড়া চুমুগুলো হেদিয়ে মরছে স্বপ্নে। নক্ষত্র, ভাঙ্গা চশমার খাপে বিন্দু বিন্দু জমা হয় শরীর
জেগে আছে জানলা।
                                                               তুমি মুখ বাড়াও
চুমু খাবার জন্য একটা দরজা সামান্য ফাঁক হয়। ভার্জিন তো শুনেছিল পতনের আওয়াজে সৃষ্টি হয় বিশ্বসংসার
তা হলে তার আগেকার প্রতিধ্বনি গুলো যা এক একটা বুদবুদ হয়ে উপরে উঠে আসে
                     ব্লাউজ খোলে
               সায়ার দড়ি আলগা করে
ক্যালেন্ডারের পাতায় লাল কালি দিয়ে দাগ দেয়
প্রথম শব্দ করে
                                                  নগ্ন হয়ে বসে থাকে, বিড়ালের মতন
খিদে পায়, মাছ পায়, বমি পায়
বন্দি হয়ে যেতে চায় হলুদ আলোয়;

সাদা স্কাট পরে কবিতা হেটে যায়, বাইরে অপেক্ষারত প্রিপেড ট্যাক্সি
আমি পর্দার এপার থেকে দেখতে পাচ্ছি
ভেদ করে আসছে

ভেদ করে আসছে
                    একটা পিং পং বল ... চাঁদ, ঝুঁকে পরছে
পিছল কুয়োতলা
পায়ে পায়ে জন্ম হচ্ছে ম্যটার ... আন্টিম্যাটার