১)
আমার শূন্যতার শহরে কুঁকড়ে থাকে শব্দ
শুনশান চরাচর পার হয়ে যায় শেয়ার ট্যাক্সি; অভ্যন্তরে পৌঁছে যাওয়ার বাসনা নিয়ে
ক্ষণিকের চোখ বোঝা।
সবাই কি এভাবেই চলে যেতে চায়
এ ভাবে
নরম আগুনে ফুঁপিয়ে ওঠে। কবিতা;
আমার কখনো তোমার স্তন ছুঁয়ে দেখা হয়নি
ক্রূর বা পেলব
স্পর্শে যে জন্ম থাকে তার তীব্র আকাঙ্ক্ষা আমাকে বধ করে
ছাই হয়ে ওঠে ফুসফুস
ছাই হয়ে ওঠে নিঃশ্বাস
কবিতার গহন পথে এ ভাবেই
বাসনা নিয়ে
পথ চলে যায়
২)
এ বৃষ্টিকে আর চেনা যাচ্ছে না। ভুল হয়ে গেলে মাফ করুন বলে চলে যাচ্ছে। শব্দ উচ্চারিত হচ্ছে না; বুলি জুড়ে সব শেখানো ভাষা। ভাসা ভাসা মনে আছে, যেটা অনেক দিন একাকী বলে গেছি তোমার উদ্দেশ্য।
৩)
আমাদের একটা গোপন চিলেকোঠা ও জমানো গল্প আছে
আমরা তারা ছুঁই, মাঝে মাঝে বৃষ্টি নামাই
মেঘ ও বৃষ্টির মাঝে ছাদে একা হয়ে যাই।