১)
এখন শূন্যতা মানে একটা পথ
                                           একা পথ।
বেহিসাবি গেলাসের শেষ বিন্দু ফুরিয়ে এলে
দূরের কাউন্টারে চোখের ইঙ্গিতে জমা হয় ইচ্ছে
এখন ইচ্ছে মানে একাটা আপেক্ষিক তাপ
একটা বিলীন হতে থাকা তারা

সব তারা গ্রাস হবে
ব্লাকহোল
প্রস্তুত …

২)

নুন খুঁজছি তাই; দম নেই, ফুরসৎ নেই
একনাগাড়ে
হওয়া
                             এলোমেলো আমের বোল
চোখে জ্যোৎস্না রেখে স্নান করছি
তাড়া নেই কোন অথবা অনন্ত তাড়া করে ফিরছি

এই যে আদ্যোপান্ত
       ঠোট
গরম হলে নিঃশ্বাস আমি
জিভ বার করি
তার পাদদেশে এখন বৃষ্টি ধোঁয়া মিলেমিশে একাকার

৩)
আমি নিজেকে গিলে ফেলি
নিজেকে গিলে ফেলার মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে
অদ্ভুত আনন্দে মাঝে মাঝে ডুব দেই
ডুব যা নিতান্তই একপেশে ছেলেমানুষি
ছেলেমানুষির ফাঁকে বরফ গলানো রোদ্দুর
এবার
ফি     রে           ফি     রে
রোদ্দুর জমানো বুকে ওম
চোখ দূরে থেকে                                দূরে যায় ...