একটি উত্থিত চেতনায় থাকে বৃষ্টিরাতের স্ট্রীটল্যাম্প। ভেজা অথচ মৃদু আলোকউদ্ভাসিত তলদেশ। ঘাস, যা বিন্দু জলের রুপলাবন্য ধরে রাখে। অচেনা ভূমি তে নেমে যাওয়ার আগে এই যা থমকে থাকার মুহূর্ত
কখনো ঘুম যাত্রা করে একটি গভীর বিপরীতমুখী রোমন্থন এর উদ্দেশ্যে। এই নদীর পাশে ভেজা পাহাড়ের গন্ধ; অথচ চেতনার আয়নাবৃত্তে জমে থাকে টেবিলঘড়ির অপেক্ষা। একটি জন্ম কেমন বালিশের নিচে অচেনা দেশে হয়ে যায়। অন্ধকারে জমতে থাকে এই দূরত্ব
বিষণ্ণ সোঁদাস্নায়ুর উত্তেজনা। মনের পরতে জমছে অচেনা কিশোরীর বিনুনি দূরত্ব। পথ সব সময় নিবিড় হয় না, লাল নুড়ি ধরে ক্রিং ক্রিং। আইসক্রিম। একটা তিরছাই নজরের গলনাংকের মাত্রা চিরকালই চিরহরিৎ ছায়ার তলদেশে থমকে দাড়ায়।
আমি জানি; একটা অসমাপ্ত কবিতা কখনো কখনো