#
খাট
লাফ দিয়ে নেমে গেলো রাত ও বিড়াল
পরদা কেঁপে উঠে থমকে গেলো
#
ছায়া। জমাট
অধিকার বোধ নিয়ে ফিরে আসছে
ঘুম
#
বেদনাবহির্ভূত
আজকাল, তুমি; যা ভাবো
বালিচর
#
ভাঙা চশমাকে
ঠাই
শব্দ ছুঁড়ে আঘাত করো
#
পলাতক
নদী আর কুয়াশা
ছাই উড়িয়ে কান্না দেও
#
শূন্যে ঝুলিয়ে রাখি
আস্তিনহীন শার্ট
#
দেহাতি চালচলন, চুলোহীন
মেঘলা হলে
হেটে যাই
#
একটু একটু
করে নেমে আসে দৃষ্টি
বিন্দু বিন্দু ও ডট ডট ও . .
#
একবার অন্তত শব্দের ধরাছোঁয়ার বাইরে এসো
হাত বোলাই বালিশে
#
উত্তরের অবহেলায়
ঠায় দাড়িয়ে, চোখ বাঁকিয়ে
অন্তরে প্রবেশ করে। প্রশ্ন।