#১

প্রজাপ্রতিবিলাসে দুটো ডানা থাকে 

অজস্র চোখ থাকে 

সবুজ ঘাসের উপর দিয়ে যখন ছুটে যায় শেষ ঘোড়া 

একটা মৃত প্রজাপতি দেখা যায় - শুধু দেখা যায় না 

                                                            অন্ধকারে নির্মাণ রত ভ্রূণ 

মুখোমুখি হলে বলে দেবো, ও পর্দা আমার জন্য নয় 

আমি শব্দের ভিতরে ঢুকে যেতে চাই, 

#২

সে এক ডিসেম্বরের বিকেল; নগ্ন হয়ে রৌদ্র পোহায় 

পঁয়ত্রিশ বসন্তে দাঁড়িয়ে জানতে পারি 

                                              প্রার্থনায় বৃষ্টি নামে না।

প্রত্যেক প্রেয়সীর নামে লেখা থাকে হস্ত মৈথুন 

যে যার খোপে ঢুকে গিয়ে বুঝে নিতে চাই 

                     সেই গল্পটা আদৌ কি প্রেমের গল্প? 

#৩

শরীরে আর তোমার ঘ্রাণ পাই না 

আয়নায় দাঁড়িয়ে ওই কি আমি? তবে কেনো এই বৈপরীত্য? 

কেনো তোমার নামে এখনো ভিজে যায় স্বপ্ন ?

আমার বাথরুম দিয়ে যেটুকু আকাশ দেখা যায় তাতে পাখি কি উড়ে যায়?

জানি না। জানতে পারিনা।

মুখ বুঝে তুলে নেই তোমার পছন্দের সাবান 

ফেনা আসে 

বুদ্বুদ আসে 

তোমার গন্ধ আসে না 

শরীরে আর তোমার ছায়া পাই না