১)
আমি ভাবলেই আমি
প্রতিনিয়ত দহন
ঝুলে থাকা দূরের ছাদ
চাউনি
দোদুল্যমান
নিবদ্ধ দৃষ্টি কেবলে ছড়িয়ে দেয়
মধ্যরাতের গন্ধ
আজ নিঃস্বতা খুঁজো আতাফল। বুকের বোতাম খুলছে বিকেল।
২)
রাতভর্তি উত্তাপ
কাঁপুনি। ধুধু শরীর নিয়ে
ছুঁয়ে দেই জোছনা সঙ্গীত
অন্ধকার; চোখ জ্বলছে
ভয়
না
দীঘির জলে প্রতিবিম্ব
জমে থাকছে অন্ধকার
আতাফল
ত্বকের ভিতরে দূরহ মরুবাতাস
শিখে নিচ্ছি তোমায় যাপন করা
৩)
ভ্রান্ত। দূরে থেকে দূরে যাচ্ছে
রাস্তা। দাগ। চুলের এলানো সীমান্ত
উড়ে যাওয়া
বুদ্বুদ মনন
বুকের গন্ধ নিয়ে ছুটির দুপুর
মিলিয়ে নিচ্ছে রঙ
অদ্য, আতাফল আরও সবুজ হইলো।