আমার রূপ নেই , যৌবন নেই
মুখে এসিডের চাকা চাকা দাগ !
হয়নি ওদের সাজা এখনো
ঘুরছে সদাই , নয়কো পলাতক !
শুকনো গোলাপের সত্ত্বা ছিলো
হাসতাম আমি খুব -
কি ছিলাম ! কি হলাম ?
এখন আমি নিশ্চুপ !
ফ্যান্টাসি , ড্রিম সবই আছে
দেখতে পাই ভয় ,
নষ্ট করে দেবে সব -
সমাজ তার লোলুপতায় ।
সাদা কাগজে , রঙিন প্রলাপে
অবাক স্তব্ধতা জমাট বাঁধে ,
মনটা আমার উড়তে না পারা পাখির মতো
গুমোট হয়ে কাঁদে ।
আমি মুক্তি চাই , ছুটতে চাই
খেলতে চাই আবার
এক পলকে দৃষ্টি মুদে
হতে চাই সবার ।
শিকলি কেটে উড়তে চাই
মেলতে চাই ডানা ,
হবো আমি রঙিন প্রজাপত
কেউ করবে না মানা ।