বনের মধ্যে তুমি রাজা
অপূর্ব তোমার রূপ ,
তোমার এক হাকেতেই
বনের সকল পশুই চুপ ।

হেলে দুলে চলো তুমি
শিকার ধরতে ,
মিস তুমি করোনা
একটিও শিকারকে ।

ইয়াব বড়ো কেশর তোমার
ইয়াব বড়ো দাড়ি ,
চালচলন তোমার সব  
সমস্তটাই রাজরাজারী ।

এর মামা , ওর মামা
আমার মামা-ও তুমি ,
সবার প্রিয় বনের রাজা
সিংহ মামা তুমি ।