চল না ফোজি তোর শহরে -
থাকবো সেথা তোদের ধারে
দেখবো সেথা কেমন করে ,
সুয্যি ওঠে পুবের পাড়ে !
দেখবো তোরা কেমন করে
থাকিস সেথা রোদে-জলে !
কষ্ট হলে কেমন করে
কাটাস দিন হেসে খেলে !
নিত্যদিনের গুলি গোলা
ভয় কি তোরা পাস না কেউ ?
দেখবো সেথা কেমন করে
আছড়ে পড়ে নদীর ঢেউ !
আমার শহরে দূষণ বেশি
রাজনীতিরই ধোঁয়ায় !
তোর শহর আছে বলেই -
আমার শহর বেঁচে যায় ।
দেখবো সেথা তোর শহরে
ধর্মের কি বা নাম !
ভারতমাতার সেরা শহর
তোদের ওই ধাম ।
*****************************
লেখাটি আমার ভারতীয় ফৌজি ভাইদেরকে dedicate করলাম ✍️
লেখার তারিখ : ৩০/০৮/১৯
লেখার সময় : বিকাল ৫ ঘটিকা
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন