পৃথিবীর বড়ো অসুখ করেছে
বেদনায় বড়ো ক্লান্ত ।
একনাগাড়ে পরিভ্রমনে
পৃথিবী আজ ভ্রান্ত !

সূর্যের প্রিয়া ধরা আর
ধরার প্রিয়া গাছ ,
পৃথিবীর শ্রেষ্ঠ জীব তার
মনুষ্যত্ব হারিয়েছে আজ !

খুন-খারাপির যুগে আজ
মানুষ হারিয়েছে লাজ ,
নিজের সুখে নির্বিচারে
কেটে চলেছে গাছ ।

শব্দের মাত্রা বৃদ্ধি পেয়েছে
বাড়ছে মাত্রা দূষণের ,
জলদুষণের আঁচড়ে ওষ্ঠাগত আজ -
জীবন জলের প্রানের ।

ইচ্ছাহারে জল নষ্টে
অভাব বেঁধেছে জলে ,
ধরিত্রী আজ উড়তে না পারা পাখির মতো
গুমোট হয়ে কাঁদে !

গ্লোবাল ওয়ার্মিং , ওয়াটার ক্রাইসিস
বিদঘুটে রোগের নাম ,
ফুল ফল আর অক্সিজেনের
দেয়নি মানুষ দাম ।

পৃথিবী আজ ক্লান্ত হয়েছে
অধীর অত্যাচারে ,
সদচারী মানুষ লভুক জনম
মানুষের সংসারে ।