আজ মেনির বিয়ে হবে ,
হচ্ছে খুব আনন্দ ।
মাখছে হুলো খুব সেন্ট
যাতে গায়ে লাগে না গন্ধ !
হালুম-হুলুম বাঘ মামা
আছেন সব দায়িত্বে ,
কন্যে দান হবে গিয়ে
সেই সন্ধ্যে রাতে ।।
স্যুট-বুটেতে ভালুক ভায়া
করছেন বেজায় নাচ।
মেনুতে আজ পাবদা-ইলিশ
ভেটকি , মাগুর মাছ ।।
সুরে সুরে গান ধরেছে
শালিক-টিয়া আর ময়না।
পেখম তুলে ময়ূর ভায়া
তুলছে মন ভোলানো নাচনা ।।
সিংহ মামা বনের রাজা
বেজায় আছেন খুশি ।
বাঁদর ভায়া ঢোলক বাজায়
ইঁদুর বাজায় বাঁশি ।।
"বর এসেছে , বর এসেছে"
উঠলো কলরব ।
চশমা চোখে শিয়াল পন্ডিত
পড়ছে মন্ত্র সব ।।
বনের পাখি , বনের পশু
সবার ভিন্ন সাজগোজ ।
সবাই মিলে করবে আজ
মহা ভুরিভোজ ।।
দুই বিড়ালের বিয়ে হলো
মহা ধুমধামে !
বনের সবাই করলো আশীষ
মনে আর প্রাণে ।।