আমরা সবাই কথা না রাখতে পারা দলের লোক -
কেউ বা নিজের কথা রাখতে পারিনা ,
কেউ বা অন্যের কথা ।
আমিও সেই দলেরই একজন
কথা রাখতে না পারার দলে ।
কথা ছিল রৌদ্রচ্ছায়ায় চলার পথে
আগলে রাখবো উজান স্রোতে ।
ভাটির টানে বয়ে গেছি
পারিনি তায় কথা রাখতে ।
প্রতি বসন্তের হাওয়ায় মাখব তোমার সুর
ঝগড়া তালিমে সরগম হবে সাত সুর
একতারাটির ছিন্ন তারে
পারিনি তায় কথা রাখতে ।
কথা ছিল হাসনাহানুর গন্ধে
মশগুল হবে সন্ধ্যে
গোলাপ রঙা হাসির ছোঁয়ায়
প্রেম হবে হৃদগাঁথায় ।
বলাকার পাখায় করে উড়ে গেছি
পারিনি তায় কথা রাখতে ।
জানি আছে অনেক মান
রাখিনি আমার কথার দাম !
তোমার জমানো কথাগুলো
নির্বাক , নিঃশ্চুপতায় জড়ো
তাইতো বলি আমায় বরং ঘেন্না করো !
ঘেন্না করো !
২৮/০২/২০২০