সেও 'মা' হবে !
যোনিচ্ছেদ করে সন্তান প্রসব করবে !
যে যোনিচ্ছেদে তাকে ধর্ষিত হতে হয়েছিলো ।
সেও 'মা' হবে !
সন্তান তার স্তনে মুখ দেবে !
যে স্তনে আঁচড় দেগেছিলো নরখাদকরা ।
সেও 'মা' হবে !
তার বুকে মাথা রেখে শায়িত হবে সন্তান !
যে বুকে পাশবিকতা চলেছিলো ।
সেও 'মা' হবে !
গহন রাতে , একলা পথে
নরখাদকের ভোগ্য হয়েছিলো ।
সেও 'মা' হবে !
যদি সে বেঁচে থাকে !
সেও 'মা' ডাক শুনবে !
যদি সে বেঁচে থাকে .........