আজকে তোর বিয়ে হবে
               কি দারুন মজা ।
কদিন বাদেই দেখতে পাবি
               শ্বশুরবাড়ির সাজা ।।
তুই ভাবিস ফুলশয্যা হবে
                 খুবই ভালো ।
সেই রাতেই স্বামীর হাতে উঠবে বেল্ট
                  কারণ তুই যে দেখতে কালো ।।
পন দিতে পারিস নি তুই
                  মাত্র পঞ্চাশ হাজার টাকা ।
সেই কারণে তোর গায়ে মারবে
                    এসিড চাকা চাকা ।।
সে যাত্রায় বাচঁতেও পারিস
                  যদি থাকে ভাগ্যে ।
সমাজ কেড়ে নেবে
                  তোকে তোর থেকে ।।
মেনে নিলি তুই এই ছিল
                   ভাগ্যের গতি ।
মৃত্যুই যে হবে তোর
                শেষ পরিণতি ।।