( আগামীকাল ছিলো কার্গিল যুদ্ধ বিজয়ের ২০ তম বছর ....
শহীদদের উদ্দেশ্য আমার শ্রদ্ধাঞ্জলি 🙏🙏🙏🙏 )

চিঠি এসেছিলো দশদিন পরে আসিবে ঘরে মোর প্রিয়
আসিলো ঠিকই কফিনে বন্দি , জড়ানো উত্তরীয় ।

যুদ্ধহানে ভূস্বর্গের কার্গিল প্রান্তরে
লেলিহান শিখা দীপ্ত শৌর্য না ডরে ।

অমোঘ হাসিতে চিরতরে দিলো তারা প্রাণ
হারাতে দেয়নি তারা ভারতমাতার সম্মান ।

তাদের বলিদান কান্না নয় কো , নয়কো শোকের ছায়
আধোস্বরে খোকা বলে - "ভারত মাতার জয়" ।

......................................………………………………….

লেখার তারিখ : ২৬/০৭/১৯
লেখার সময় : ১১.৩০ pm
লেখার স্থান : তালদি , নিজ বাসভবন ।