আসলে রবি জানো , তোমার প্রতি বড়ো হিংসা হয় !
কেমন করে লিখলে এতো , করলে এতো শব্দসঞ্চয় ?
বিশ্বপ্রেমিক হলে কেমনে , করলে মানুষ মনজয় ?
সদাই থাকো হৃদয় জুড়ে , সুখ-দুঃখ , আনন্দ কিংবা ভয় !
রবি তোমায় জানবো , কেমন করে বলো ?
চিনবো তোমায় কেমন করে , কোন পুবেরই আলো !
খুঁজবো তোমায় কোন আকাশে নীলচে অগোছালো !
তোমার মতো বিশ্বপ্রেমিক কোথায় পাবো বলো ?
রবি তুমি সবার না হয়ে , আমার হতে যদি
উজান অথই পাতায় পাতায় খোলামকুচির নদী ।
একতারা আর ভাটিয়ালির সুর গোছালো বাদি ,
নিয়নবাতির আলোয় ভরা , চরণতলে কাঁদি !
উঠতে ঘরে দালান পরে তোমার প্রতিচ্ছবি ,
সদাই পুঁজি তোমায় আমি , আমার প্রাণের কবি ।
প্রাণ মোহনায় তোমা বাস , শব্দসাগর ছবি
কলমকালির টানগুলোতে , আমার ঠাকুর রবি ।
১৩/১১/১৯