নিশির পাখি নিশাচর
যায় না দিনে দেখা ,
গোল গোল চোখ তার
চওড়া এক মাথা ।
নানান গড়ন , নানান রঙের
আছে নানান জাত
সাদা লক্ষী , ধূসর হুতোম
নরম পালক তুলতুলে গোছের ।
ধারালো নখ , বাঁকা চঞ্চু
গোল একখান মুখ ,
গাছের কোঠরে থাকে মূলত
নিঃসঙ্গতাই তার সুখ ।
রাতের বেলায় ডাক পারে
ভীষণ বিকটে ,
২৭০ ডিগ্রি কোণ করে
পারে মাথা ঘোরাতে ।
বিশাল ভারী ডানা তার
শ্যেন দৃষ্টিশক্তি ,
মানুষ আবার পুজোও করে
নিয়ে বাহন লক্ষী ।
শিকার ক্ষেত্রে মহা পটু
ইঁদুরই প্রধান খাদ্য ,
উপকারী প্রাণীর ডাক-ও নাকি
আবার হয় অশুভ ।