পুরানো সেই দিনের স্মৃতি
আর আসে না ফিরে ,
ভাবলে পরে মনটা কেমন
বিমর্ষ হয়ে পড়ে ।
রৌদ্র-ছায়ার পড়ন্ত বিকেলে
সেই বেলেগাছির মোড় ,
খোশমেজাজে দিতাম আড্ডা
হতাম না কেউ বোর ।
উঠলো বাই তো কটক যাই
পিকনিক হটাত হটাত ,
করতাম মিলে খাওয়া-দাওয়া
হোক না যতই রাত ।
পুজোয় সেই ঘুরতে বেরোনো
সারারাত শিয়ালদা ,
পুজোর দিনে সবাই মিলে
হতো বেশ মজা ।
এলে পড়ে শীতকাল
যেতেম সবাই ঘুরতে ,
মুর্শিদাবাদ , সুন্দরবন
সবই বাঁচুক স্মৃতিতে ।
ব্রেক-আপ হোক আর নতুন প্রেম
হোক না জন্মদিন ,
রুলস ছিলো খাওয়ানোর
কাটতো কত মজার দিন ।
হটাত করেই ছন্দপতন
সম্পর্কগুলোর মাঝে ,
বানভাসি সব ঢেউয়ের মতো
একলা একলা সাজে ।
আজকে সবাই যে যার মতন
হয়না পিকনিক আর সেই ঘোরা ,
সবকিছুই যেনো এক লহমায়
দীর্ঘশ্বাসে মোড়া !
স্মৃতিরা সব থাকবে মনে
দিনগুলো আর আসবে না -
হয়তো বা আমরা নিজেরাই
কখনো আর ফেরাবো না !