কলকাতা ?
তোমার পরিচয় কি ?
তোমায় যখন প্রথম দেখেছিলাম
অবাক হয়েছিলাম !
এ-গলি , ও-গলি শুধু তোমার
পরিচয় খুঁজেছিলাম ।

কখনো চৌরঙ্গীর মোড় থেকে আমহার্স্ট স্ট্রিট
কখনো বাগবাজার থেকে বউবাজার
কখনো বা ইডেন গার্ডেন্স থেকে শ্যামবাজার
মুক্ত পাখির মতো ছুটে গিয়ে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো হলদিরামের খাবারের দোকান
কখনো হাতিবাগান মার্কেট কিংবা গরিয়াহাট মোড়ের স্ট্রিট ফুডের
দই ফুচকা , ছোলা ভাজা কিংবা অন্য খাবার খেতে খেতে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো গড়ের মাঠের শীতল বাতাসে
কিংবা ময়দানের সবুজ ঘাসে
কখনো ধর্মতলা মোড়ের বাসের আওয়াজে
কখনো বা ট্রামের পদধ্বনিতে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো নাখোদা মসজিদের আজান
কিংবা সেন্ট পলস চার্চের ধ্বনিতে
বা কালীঘাটের মায়ের আরাধনাতে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো ভিক্টোরিয়ায় খোশমেজাজি গল্পে
ঢাকুরিয়া লেকে জলের স্পর্শে
বা নন্দনের আটপৌড়ে সিনেমা
কিংবা দেশপ্রিয় পার্কের পুজোতে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির দেয়ালে
কিংবা এসপ্লানেডের শহীদ মিনারে
কখনো মাতঙ্গিনী বা ক্ষুদিরামের সেই দন্ডায়মান মূর্তি
কখনো কলেজ স্কোয়ারে বইয়ের গন্ধে
তোমার পরিচয় খুঁজেছি !

কখনো হাওড়ার ব্যস্ততায় বা হাওড়া ব্রিজের পুরানো স্মৃতিতে
কখনো বা হুইসেল শুনে একছুটে
ট্রেন ধরা শিয়ালদা স্টেশনে
তোমার পরিচয় খুঁজেছি !

এ-গলি , ও-গলি চারিদিকে শুধু
তোমার পরিচয় খুঁজেছি !
পরিচয় খুঁজেই গেছি !
পরিচয় পেয়েছি -
তুমি তিলোত্তমা
তুমি প্রেমের নগরী কলকাতা !

******************************

আজ আমাদের মহানগরীর জন্মদিন । তাই তার উদ্দেশ্যে আমার নিবেদন ।